স্থানীয় সংবাদ
এ বছর এইচএসসিতে সাত কলেজের কেউ পাশ করেনি

যশোর ব্যুরো ঃ যশোর বোর্ড থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় একজনও পাশ করেনি এমন কলেজের সংখ্যা ৭ টি। যদিও এ ৭ টি কলেজ থেকে মাত্র ১৮ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কলেজ সাতটি হচ্ছে, মেহেরপুরের গাংনি উপজেলার মড়কা জাগরণ কলেজ, খুলনার ডুমুরিয়ার মডেল মহিলা কলেজ, একই জেলার তেরখাদার শাপলা কলেজ, সাতক্ষীরা জেলার আখরাখোলা আইডিয়াল কলেজ, মাগুরার মোহাম্মদপুর উপজেলার গোপিনাথপুর এম. এ. খালেক স্কুল এন্ড কলেজ, যশোরের মণিরামপুর উপজেলার নেঙ্গুরহাট স্কুল এন্ড কলেজ এবং ঝিনাইদহের নাজিরউদ্দিন ইসলামিয়া কলেজ।