ডিমসহ নিত্যপন্য দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রন ও ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধের দাবি

# আমরা বৃহত্তর খুলনাবাসীর সভা #
খবর বিজ্ঞপ্তি ঃ ডিমসহ নিত্যপন্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রন ও ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহনের জন্য দাবি জানিয়েছেন আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে সভায় এ দাবি জানানো হয়। সভায় নিত্যপন্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রন ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি করা হয়। নিয়মিত ড্রেন পরিস্কার না করায় খুলনা শহরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ডেঙ্গু রোগের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহনের জন্য খুলনা সিটি কর্পোরেশন সহ সংস্লিষ্ট কতৃপক্ষের প্রতি সভায় দাবি জানানো হয়। সাধারন সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, মো: শাহজাহান জমাদ্দার, মো: আতিয়ার রহমান, ইকবাল হাসান তুহিন, মিজানুর রহমান, ইঞ্জি: নাজমুল হুদা, মনির হোসেন, ইঞ্জি: সেলিমুল আজাদ, ফিরোজ আহমেদ, মীর কাওসার মিজু, আবিদ হোসন সোহাগ, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, চিশতি মাহামুদ হাসান, এ্যাডঃ জিনারুল ইসলাম, নাজমুল তারেক তুষার, এম এম হাসান, কামরুল ইসলাম কচি, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।