স্থানীয় সংবাদ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠিত

# ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের আয়োজন #

খবর বিজ্ঞপ্তি ঃ স্বপ্ন-সাহস সাথে নিয়ে আগামীর পথে চলো, জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চ কন্ঠে বলো” এই স্লোগান কে সামনে রেখে এইচএসসি ,আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে তাৎক্ষণিক এ+ সংবর্ধনার আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। ১৫ ই অক্টোবর মঙ্গলবার বিকালে শহিদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে মহানগর শিবিরের সাহিত্য সম্পাদক তৈয়েবুর রহমানের পরিচালনায় ও ইসলামী ছাত্রশিবির মহানগর সেক্রেটারি এসএম নুরুল্লাহ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাউদ্দিন আহমেদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব সভাপতি রাকিব হাসান। প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীদের সঠিক পরিচর্যার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে সাফল্যের স্বাক্ষর রাখবে, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় আশানুরূপ ভাল ফলাফল লাভ করে মেধার স্বাক্ষর রাখায় তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা আজকে প্রত্যাশিত ফল লাভ করে নিঃসন্দেহে নতুন ভুবন গড়ার প্রত্যয়ে বিভোর। তোমাদের ফলাফলে মা-বাবা, শিক্ষকদের সাথে আমরাও আনন্দিত। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে বিজয়ী হয়েছো, সামনে অপেক্ষা করছে আরো নতুন নতুন লড়াই, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার লড়াই, যেখানে তোমাদেরকে জিততেই হবে। তিনি জিপিএ-৫ প্রাপ্তদের উদ্দেশ্যে আরো বলেন, দেশ-জাতির চরম ক্রান্তিলগ্নে আজ সৎ ও দক্ষ নেতৃত্বের বড়ই অভাব, যার ফলে সর্বত্র বিরাজ করছে অশান্তি-অস্থিরতা, সংঘাত-সংঘর্ষ। সেই সৎ ও দক্ষ নেতৃত্বের অভাব তোমাদেরকেই পূরণ করতে হবে। এ পৃথিবীতে নিজেকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলে আলোকিত করার আহবান জানান। অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের অফিস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, দাওয়াহ সম্পাদক গোলাম মুইজ্জু, সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ রাজু, স্কুল কার্যক্রম সম্পাদক সুলাইমান আবিদ, সোস্যাল মিডিয়া সম্পাদক খায়রুল বাশার, প্রচার সম্পাদক আসিফ বিল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button