শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন খুলনা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন

খবর বিজ্ঞপ্তি ঃ নগরীর সোনাডাঙ্গাস্হ অভিজাত হোটেল স্বপ্নবিলাসে সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন খুলনা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী ঐক্য জোট খুলনা জেলার সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোট খুলনা জেলার সা: সম্পাদক এসএম বায়োজীদ হোসাইন। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান মিজান। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মো. আজিজুল হক রাজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি খুলনা জেলা সভাপতি মোঃ শফিকুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা জেলা সভাপতি মোঃ দাউদ অর রশিদ শাওন, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ঢাকা বিভাগের যুগ্ন আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি খুলনা জেলা সা: সম্পাদক মাওলানা গাজী ইমামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।