স্থানীয় সংবাদ

খুলনা জেলা সমাজসেবা কার্যালয় ও সাইটসেভার্সের যৌথ উদ্যেগে দৃষ্টিহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা

# বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো ‘‘বিশ্ব সাদাছড়ি দিবস-২৪’’। এ উপলক্ষে গতকাল ১৫ই অক্টোবর মঙ্গলবার খুলনা জেলা সমাজসেবা কার্যালয় এবং বেসরকারী সাহায্য সংস্থ্য সাইটসেভার্সের যৌথ উদ্যেগে খুলনার গোয়ালখালী পিএইচটি সেন্টারে দৃষ্টিহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সামাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক ও খুলনা গোয়ালখালি পিএইচটি সেন্টারের তত্তাবধায়ক (সহাকারী পরিচালক) মোঃ আবিদ হাসান। অনুষ্ঠানে সাইটসেভার্স ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বনফুল চুমকি, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ইনক্লুশন অফিসার মোঃ আলীমুর রেজাসহ বিভিন্ন সরকারি-বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। র‌্যারি ও আলোচনা সভা শেষে সাইটসেভার্সের সহযোগীতায় দৃষ্টিহীন ব্যক্তিদের মাঝে ছাদাছড়ি বিতরন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button