স্থানীয় সংবাদ

ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উত্তেজনা

# প্রতিবাদে ডিপো এক ঘন্টা বন্ধ #

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর কাশিপুরে যমুনা ডিপো চত্বরে বহিরাগত প্রবেশ নিয়ে ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই প্রতিবাদে ডিপো এক ঘন্টা বন্ধ থাকে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ডিপো বন্ধ থাকে। খুলনা বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনা ডিপো টার্মিনালে একজন বহিরাগত প্রবেশ করে। এ সময় কর্তব্যরত শ্রমিকরা বাধা দেয়। এ নিয়ে বহিরাগত ব্যক্তি তাদের গালমন্দ করে। বিষয়টি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সঙ্গবদ্ধ হয়ে বহিরাগতের মালিক ফরিদ শেখের কাছে নালিশ করতে যান। এ সময় ফরিদ উল্টো শ্রমিকদের বেধে রাখতে নির্দেশ দেন। তখন উভয়ের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জাকির হোসেন নামের একজন শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেন। শ্রমিকরা ইউনিয়নে বিষয়টি জানালে তারা মালিক সমিতিকে বিষয়টি অবগত করেন। মালিক সমিতি ফরিদের বিচার করার আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এ ব্যাপারে বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইউনিয়নের সহ-সভাপতি মোশাররফ হোসেন জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button