স্থানীয় সংবাদ

খালিশপুর লেবুতলার মোড়ে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত-৬

স্টাফ রিপোর্টারঃ প্লাস্টিক রিসাইক্লিং কারখানার ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা নগরীর খালিশপুর গোয়ালখালি লেবুতলার মোড় এলাকায়। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রবিবার দুপুরে প্লাস্টিক রিসাইক্লিং প্রতিষ্ঠান শরীফ এন্ড ব্রাদার্স এর পাশের রাস্তায় স্থানীয় মজগুন্নী উত্তরপাড়ার আরাফাত রোডের কালা কাওসারের পুত্র রাজ (২৫), কালা আজিজের পুত্র ওয়াহিদ (২৫) ও মুকুলের পুত্র মমিন (২৫) তিনজন মিলে বেলা দুইটার দিকে কারখানার পাশের রাস্তা থেকে দুটো মেয়েকে মারধর শুরু করলে আত্মরক্ষার জন্য মেয়ে দুটো দৌড়ে কারখানার ভিতরে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এ সময় রাজ, ওয়াহিদ, মমিন ৩ জনই ওই মেয়েদের কিল ঘুসি লাথি মারতে থাকলে এক পর্যায়ে কারখানা মালিক রানার ছোট ভাই ম্যানেজার আবু হানিফ ও শ্রমিকরা এগিয়ে এসে বাঁধা দিলে তাদেরকেও দেখে নেবার হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। এর সামান্য কিছু সময় পরে রাজের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসীরা রামদা,চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানা ম্যানেজার আবু হানিফ ও শ্রমিকদের উপর হামলা চালায়। এতে ম্যানেজার আবু হানিফ সহ তিনজন মহিলা ও দুইজন পুরুষ শ্রমিক আহত হয়। এদের মধ্যে আবু হানিফ গুরুতর জখম হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ এ ঘটনার বিচারের দাবিতে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেন। এবিষয়ে কারখানা মালিক মোঃ শরিফুল ইসলাম রানা বলেন, এর আগেও বিভিন্ন সময় সন্ত্রাসী রাজ চাঁদা দাবি করে আসছিল, মাঝেমধ্যে বিভিন্ন ভাবে হুমকি ও ভয় ভীতি দেখিয়ে কম-বেশি চাঁদা নিয়েছে। যা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ খালিশপুর থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা রয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসী রাজ গত ৬ আগস্ট আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদার টাকা দিতে না পারায় হয়তোবা পরিকল্পিত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। এঘটনায় কারখানা মালিক রানা খালিশপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button