স্থানীয় সংবাদ

জ¦ীনের বাদশা হুজুরের খাদেম প্রতারক খোকন গ্রেফতার

যশোর ব্যুরো ঃ জ¦ীনের বাদশা সেজে হুজুরের খাদেম পরিচয় দিয়ে চিকিৎসার নামে মহা প্রতারক ফারুক হোসেন ওরফে খোকনকে গ্রেফতার করেছে পিবিআই যশোরের একটি চৌকস টিম। সে ভোলা জেলার বোরহান উদ্দীন থানার ফুলগাছিয়া (পদ্মা মানসা) গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। গত ১৪ অক্টোবর সোমবার রাত সাড়ে ১১ টার পর পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে এসআই রতন মিয়া,গোলাম আলীসহ একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার খোকশা থানার গোপগ্রাম বাজার থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে যশেরের চৌগাছা থানার মামলা নং ৯ তারিখ ১৫/১০/২৪ ইং,ধারা ৪০৬/৪২০/৩৮৫ পেনাল কোড রুজু হয়।
পিবিআই যশোর সূত্র জানাগেছে, যশোরে চৌগাছা থানার তাহেরপুর গ্রামের মৃত সিরাজুল মল্লিকের ছেলে গোলাম রসুল বাদি হয়ে চৌগাছা থানায় অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন কলা ব্যবসায়ী। তার ছেলে আব্দুল্লাহ (২৬) বিবাহিত এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার ধারনা তার ছেলেকে জ¦ীনের আছর করেছে। এমতাবস্থায় বাদি তার ছেলের চিকিৎসার জন্য এসএ টিভিতে মাওলানা হাবিবুল্লাহ নাম হুকুরের একটি বিজ্ঞাপন দেখে এবং বাদি তার ছেলেকে চিকিৎসা করানোর জন্য তাদের সাথে যোগাযোগ করেন। তখন আসামী নিজের নাম বলে খোকন এবং সে মাওলানা হাবিবুল্লাহ হুজুরের খাদেম বলে নিজেকে পরিচয় দেয়। বাদির তার কথায় আশ^স্ত হয়ে তার ছেলেকে হুজুরের মাধ্যমে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করে। তখন হুকুরের খাদেম পরিচয় দেওয়া ব্যক্তি বাদির নিকট হতে বিকাশের মাধ্যমে মেডিসিন কেনার জন্য ১২শ’ টাকা গ্রহন করে। পরবর্তীতে একাধিক বার বিভিন্ন কারণ দেখিয়ে বাদির নিকট হতে ১৩লাখ টাকা বিকাশের মাধ্যমে গ্রহন করে। উক্ত বিষয় বাদি বুঝতে পেরে পিআইবি যশোর জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করলে পুলিশ সুপার আবেদনটি ছায়া তদন্তের জন্য এসআই রতন মিয়াকে নির্দেশ প্রদান করেন। এসআই রতন মিয়া তদন্ত করতে যেয়ে দেখেন গ্রেফতারকৃত ফারুক হোসেন ওরফে খোকন ছাড়াও একই জেলা ও থানা এবং গ্রামের আলামিন ও আনোয়ার নিজেদের জ¦ীনের পরিচয় দিয়ে সাধারণ মানুষের চিকিৎসার নামে লক্ষলক্ষ টাকা হাতিয়ে নেয়। আসামীরা বাদির নিকট হতে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে বিকাশের মাধ্যমে উক্ত পরিমানের টাকা হাতিয়ে নেয়। আসামীরা মহা প্রতারক ও বড় মাপের ধান্ধাবাজ প্রকৃতির লোক। ঘটনার সাথে ফারুক হোসেন ওরফে খোকন ছাড়াও তার সহযোগী আলামিন ও আনোয়ার জড়িত। ঘটনার সত্যতা পেয়ে পিবিআই পূর্বাঞ্চল জোনের ডিআইজি মোস্তফা কামাল এর সঠিক তত্ত্ববধান ও দিক নির্দেশনায় যশোর পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন নেতৃত্বে এসআই রতন মিয়া গোলাম আলীসহ একটি চৌকস টিম মহা প্রতারক চক্রের সক্রিয় সদস্য ফারুক হোসেন ওরফে খোকনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর সে প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত পুলিশের কাছে স্বীকার করেন। মঙ্গলবার ১৫ অক্টোবর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button