স্থানীয় সংবাদ

বেনাপোলে গত দু‘দিনে ভারত থেকে এলো ৫শ‘ ৯৩ টন কাঁচা মরিচের চালান

যশোর ব্যুরো ঃ পুজার ছুটি শেষে গত দু‘দিনে ভারত থেকে বেনাপোলে এল ৫শ‘ ৯৩ টন কাঁচা মরিচের বিশাল চালান। বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি হওয়ায় বন্দরের বিভিন্ন মহলে দেখা দিয়েছে স্বস্তির নিঃশ্বাস।বর্তমানে বেনাপোলসহ আশে পাশের বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন,ভারত থেকে ১৪ অক্টোবর সোমবার ও ১৫ অক্টোবর মঙ্গলবার দু‘দিনে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
সোমবার ১৪ অক্টোবর বন্দর খোলার প্রথম দিনেই ভারত থেকে এসেছে ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ। দেশের অস্থিতিশীল কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে আনতে খুব দ্রুত পণ্যচালানগুলি বন্দর থেকে খালাস দেওয়া হয়েছে।ব্যবসায়ীরা ৫০টি ট্রাকে করে বেনাপোল বন্দর থেকে কাঁচা মরিচ বোঝাই ট্রাকগুলো দেশের অভ্যন্তরে নিয়ে গেছে।
মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ৩টি ভারতীয় ট্রাকে ১১ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ক করাদি পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচ বোঝাই ট্রাক বন্দর এলাকা ত্যাগ করবে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।
বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়,দেশের ২৮ জন আমদানিকারক সোমবার দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যের কাঁচা মরিচ আমদানি করেন। প্রতিটন কাঁচা মরিচের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা এবং শুল্ক ৩৬ টাকা।
বন্দর ব্যবহারকারিরা জানান, পুজার ছুটিতে টানা ৫দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কোন কাঁচামাল বেনাপোল দিয়ে আমদানি হয়নি। এর ফলে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। সোমবার ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু হলে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এ ভাবে আমদানি বাড়লে কাঁচা মরিচের দাম অনেকাংশে কমে আসবে বলে তারা জানায়।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button