স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১২২ জন : খুলনায় সর্বোচ্চ ৪৪ জন

# এ পর্যন্ত বিভাগের ডেঙ্গু রোগী ভর্তি ৩৬৫৮ : মৃত্যু-১২ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২২ জন। এর মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয় খুলনায় ৪৪ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩ হাজার ৬৫৮ জন ও মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হয়েছে ৭ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২২ জন। একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার মধ্যে খুলনায় ৪৪ জন, বাগেরহাটে ২জন, সাতক্ষীরায় ৫ জন, যশোরে ২১ জন, ঝিনাইদহ ৭ জন, মাগুরায় ৩ জন, নড়াইলে ৯ জন, কুষ্টিয়ায় ১০ জন, মেহেরপুরে ৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৬৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩১৭ জন। বতর্মানে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৮৬। রেফার্ড করা হয়েছে ৪৩ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাষ রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১০ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪১৩। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬১ জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button