স্থানীয় সংবাদ
ফুলতলায় এমসিএসকে’র কৃতিত্ব এইচএসসি পরীক্ষায়
ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) এর ১৯তম (বয়েজ শাখা) এবং ৮ম (গার্লস শাখা) ব্যাচের ক্যাডেটবৃন্দ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় তাদের সাফল্যেও ধারা অব্যাহত রেখেছে। অত্র প্রতিষ্ঠান হতে ৭১ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে হতে ৬৫জন এ+ গ্রেড এবং ০৫ জন এ গ্রেড অর্জন করেছে। ক্যাডেটদের এই অর্জনে এমসিএসকে এর পরিচালনা পর্ষদের সভাপতি এবং অধ্যক্ষ সকল ক্যাডেট, শিক্ষক এবং অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।