খুলনা হার্ডবোর্ড মিলস্ চালুর দাবীতে স্মারক লিপি
স্টাফ রিপোর্টারঃ খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ পুনরায় উৎপাদন চালুর দাবীতে আন্দোলনে নেমেছে হার্ডবোর্ড মিলস বাঁচাও সংগ্রাম পরিষদ। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা স্মারক লিপি দিয়েছে খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালকের নিকট। ওই স্মারক লিপিতে উল্লেখ করা হয়, খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ চালুর বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রধান করা হয়। একই সাথে অনুলিপি দেওয়া হয় শিল্প উপদেষ্টা, বিভাগীয় কমিশনার খুলনাসহ বিভিন্ন দপ্তরে। খুলনা হার্ডবোর্ড মিলস্ একটি রাষ্ট্রীয় ও লাভ জনক প্রতিষ্ঠান। বিগত সরকার লোকসানের অজুহাতে ২০১৪ সালে মিলটির উৎপাদন বন্ধ করে দেয়। এতে করে প্রায় হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। কেউ জীবন বাঁচানোর তাগিদে অন্য পেশায় গেছে। কেউ আবার এলাকা ছেড়েছে। মিলটি বন্ধ হওয়ায় কোটি কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট ও ধ্বংস হয়ে যাচ্ছে। মিলটি বিএমআরআই করে পুনরায় উৎপাদনে যাওয়া সম্ভব। ঐতিহ্যবাহী খুলনা হার্ডবোর্ড মিলস্ বাংলাদেশের একমাত্র হার্ডবোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান। ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সকলের। স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হার্ডবোর্ড মিলস বাঁচাও সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম জব্বার, যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল, সদস্য আঃ সাত্তার, নান্টু হাওলাদার, মিজান মিয়া,আবুল কাসেম প্রমূখ।