তেরখাদা উপজেলার আতাই নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান
তেরখাদা প্রতিনিধি ঃ গতকাল সকাল ১১ টায় তেরখাদা উপজেলার আতাই নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ পরিচালনা করে ৫টি ইলিশ ধরার কারেন্ট জাল ও কিছু মা ইলিশ এবং ঝাটকা জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান।
সূত্র মতে জানা যায়, তেরখাদা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান উপজেলার আতাই নদীতে সকাল ১১টা থেকে বেলা ১ টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। এসময় নদীতে পেতে রাখা ইলিশ ধরার ৫টি কারেন্ট জাল উদ্ধার করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।এছাড়া ঐ জালে আটকা কিছু মা ইলিশ ও ঝাটকাও জব্দ করে স্থানীয় অসহায়দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় জালের মালিকেরা। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান জানান, ইলিশের প্রজজন মৌসুম ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ চলমান থাকবে। এসময় ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ।এই আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।