স্থানীয় সংবাদ
নগরীর খালিশপুর থেকে গাজাসহ লিটন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ কেএমপি’র গোয়েন্দা বিভাগ গত ১৬ অক্টোবর দিনভর খুলনা মহানগরীতে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে। অভিযানকালে বুধবার রাত ১০টায় খালিশপুর থানাধীন লিবার্টি মোড়স্থ বিআইডিসি রোডের উপর হতে মোঃ লিটন মিয়া (৪১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সে কবরখানা রোড উত্তর কাশিপুরের মৃত: মনির হোসেনের ছেলে। খুলনা মহানগরী এলাকায় মাদক বেচা-বিক্রির সাথে জড়িতদের সনাক্ত করার জন্য গোয়েন্দা পুলিশের তৎপরতা অব্যাহত আছে। মাদক বেচা-কেনা ও ব্যবহার ঠেকাতে কেএমপি’র বিশেষ অভিযান অব্যাহত থাকবে।