যশোরে ডিবি ও র্যাবের আলাদা অভিযান ১৫শ’ পিস ইয়াবা ২৬০পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-৩
যশোর ব্যুরো ঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার পুরাতন বাস টার্মিনাল মনিহার এলাকায় আলাদা অভিযান চালিয়ে ১৫শ’ পিস ইয়াবা ও ২৬০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার বোয়ালদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে পিয়াল হুসাইন, চৌগাছা উপজেলার চুটারুদা গ্রামের মশিয়ার রহমানের ছেলে তৌনিক ও যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা (গণিপাড়া) এলাকার মৃত কারী হাবিবুর রহমানের ছেলে রুহুল আমিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। র্যাব-৬,যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, গত ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় র্যাবের একটি চৌকস টিম গোপন সূত্রে খবর পেয়ে শহরের মণিহার বাসস্ট্যান্ড মেসার্স চয়নিকা পেট্টোলিয়াম সার্ভিস এর সামনে পূর্ব পাশের্^ রুহুল আমিনকে সন্দেহ জনকভাবে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২৬০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমান জানান, বুধবার ১৬ অক্টোবর রাত ৯ টার সময় গোপন সূত্রে খবর পান পুরাতন বাসস্ট্যান্ড মণিহার মোড়স্থ স্মৃতিশোধের সামনে নড়াইল রোডে দু’জন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালান নিয়ে অবস্থান করছে। উক্ত খবরের ভিত্তিতে সেখানে ফোর্সসহ উপস্থিত হলে ডিবি পুলিশের জ্যাকেট পরা দেখে সেখানে থাকা উক্ত দু’জন ইয়াবা বহনকারী দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দখলে থাকা ১৫০০ পিস ইয়াবার চালান উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।