বাগেরহাটে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ ৩ লম্পট গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় একজন মাদ্রাসা ছাত্রীকে (১৩) গণ-ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর মাতা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে বুধবার এ মামলাটি দায়ের করেন। এদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিতলমারী উপজেলা সদরের হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশের একটি মাছের ঘেরের পাড়ে এ গণধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আড়–য়াবর্নি গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে মোঃ সাহিদ গাজী(৩৫), পাশর্^বর্ত্তি চরপাড়া এলাকার আফজাল ফকিরের ছেলে মোঃ রিয়াজ ফকির(২০) ও একই এলাকার মৃত আকতার সেখের ছেলে জবেদ শেখ (৪৫)। থানা পুলিশ আসামীদের আদালতে প্রেরণসহ ভিকটিম কে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসছে। ঘটনা বিষয়ে মামলার বরাত দিয়ে চিতলমারী থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীটি কসমেটিক্্র কেনার জন্য চিতলমারী বাজারে আসে। এ সময় টাকা ফুরিয়ে যাওয়ায় মেয়েটি খালার বাড়ি যাওয়ার জন্য সন্ধ্যার দিকে ফোনে রিয়াজের (সম্পর্কে মামা) কাছে ২০০ টাকা ধার চায়। রিয়াজ তাকে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে আসতে বলে। সেখানে ছাত্রীটি পৌঁছালে রিয়াজ তাকে জোর পূর্বক টেনে-হিচড়ে উক্ত মাছের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে নিয়ে ছাত্রীটির মুখ চেপে ধরে মোঃ সাহিদ গাজী, মোঃ রিয়াজ ওরফে রিয়াদ ফকির ও মোঃ জবেদ শেখ ধর্ষণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিউল আলম বলেন, অসুস্থ্য কিশোরীর চিকিৎসা সেবাসহ ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। এবং ধৃত আসামীরা ধর্ষনের স্বীকারোক্তি দিয়েছে।