খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে বরিশাল সমিতির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি ঃ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার সম্মানিত আজীবন সদস্য ও উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম শিক্ষক, মেধাবী সংগঠক, নব নিযুক্ত ভিসি প্রফেসর ড. রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম সিনিয়র শিক্ষক এবং দক্ষ সংগঠক, নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর ড. হারুনর রশিদ খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ২টি গুরুত্বপূর্ণ পদে এই বিশ্ববিদ্যালয়েরই ২জন সিনিয়র শিক্ষককে দায়িত্ব দেয়ায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তথা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। একই সাথে সমিতির পক্ষ থেকে নব নিযুক্ত ট্রেজারারকেও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ আশা করেন, নবনিযুক্ত দায়িত্বশীলদের মাধ্যমে দক্ষিণ বাংলার অহংকার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নতি সাধিত হবে। বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, থানা ও ওয়ার্ড কমিটি, সমিতির মেজর ডোনার, ডোনার, সকল আজীবন সদস্যদের পক্ষে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার বিবৃতিতে স্বাক্ষর করেছেন।