আটরা শেখপাড়ার মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক বদরীসদস্য সভা
স্টাফ রিপোর্টার ঃ খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শেখপাড়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক বদরী সদস্য সভা গতকাল বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শেখপাড়া মসজিদ কমিটির সভাপতি শেখ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব দীন মোহাম্মাদ। মাদ্রাসার মুহতামিম মুফতি তরিকুল ইসলাম গাওহারীর সার্বিক তত্ত্বাবধায়নে এবং শেখ শওকাত আলী খোকন এর পরিচালনায় বক্তৃতা করেন, শেখপাড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আলী আহমেদ, শেখ মহসিন উদ্দিন, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা মেহেদী হাসান, হাফেজ মাওলানা মুফতি ইস্তিয়াক হোসেন, আলহাজ্ব ক্বারী মোঃ নাসির উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমূখ। এছাড়া এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।