শিরোমনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা : দেশীয় অস্ত্রসহ আটক ২
# ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মিছিল ও সমাবেশ প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম #
স্টাফ রিপোর্টার ঃ নগরীর শিরোমনি সার গুদাম ও ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এডহক কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলামের উপর গত ১৭ অক্টোবর রাত ৯ টায় গিলাতলা গাফফারফুড মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। থানা পুলিশ ও স্থানিয় এলাকাবাসি জানান বিএডিসি সংলগ্ন বাসেদ ও মরিয়ম দম্পত্তির বসতঘরে কতিপয় ব্যক্তি অবৈধ সম্পর্ক স্থাপনের চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদেরকে উক্ত কাজে বাধা দেয় এবং আটকের চেষ্টা করে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে তাদেরকে সর্তক করে ছেড়ে দেয়। উক্ত ঘটনায় সার গোডাউনের শ্রমিক নেতা ও গিলাতলা দক্ষিনপাড়ার মৃত আলাল শেখ এর পুত্র সাইফুল ইসলাম (৩০), গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় দূর্বৃত্তকারীরা তার উপর ক্ষীপ্ত হয়। ১৭ অক্টোবর বৃহস্পতিবার গিলাতলা গাফফারফুড মোড়ে সাইফুলকে পেয়ে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুলের উপর হামলা করে উপর্যুপরি আঘাত করে এতে বাম পায়ের গোড়ালী , হা্টুঁর নিচে, হাতের আঙ্গুল,ও চোখের নিচে গুরুতর জখম করে এসময় স্থানিয়রা ধাওয়া দিয়ে জাব্দিপুর এলাকার আরশাদ শেখ এর পুত্র মোঃ সোহাগ শেখ (২০), কে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এবং খানজাহান আলী থানার এস আই ইস্তিয়াক আহম্মেদ ও এ এস আই শান্তিরাম অভিযান চালিয়ে একই এলাকার সেলিম মৃধার পুত্র মোঃ হাফিজুল মৃধা (২৫) কে বাদামতলা এলাকা থেকে আটক করে। খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন গুরুতর জখম সাইফুলকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনায় প্রেরণ করা হয়, ঘটনায় জড়িত ২ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। এদিকে শ্রমিক নেতা সাইফুল এর উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধারের দাবিতে শনিবার বিকালে গিলাতলা এলাকাতে বিক্ষোভ মিছিল শেষে গাফফারফুড মোড়ে সমাবেশ করেছে সার গুদাম শ্রমিক ইউনিয়ন এর সদস্য ও গিলাতলা দক্ষিনপাড়া এলাকার সর্বস্থরের জনসাধারন । মিছিল শেষে সমাবেশে বক্তার ঘটনার হুমুকদাতা ও অর্থ দাতাদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়, এছাড়া এটাকে পুজি করে যদি কেউ নোরংা রাজনীতি খেলা ও প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করে তাকে শ্রমিক ও এলাকাবাসিকে সাথে নিয়ে কঠিন জবাব দেওয়া হবে বলে জানান । এডহাক কমিটির আহবায়ক মোঃ শামিমের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন এডহক কমিটির সদস্য ইসমাইল হোসেন , ফিরোজ মোড়ল, শ্রমিক নেতা রাসেল সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।