স্থানীয় সংবাদ

পাইকগাছায় মসজিদের দানের ছাগল বিক্রির ঘটনায় আটক ১

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় মসজিদের দানের ছাগল ডাকে বিক্রি করার সময় দু’পক্ষের মারামারিতে লাঠির আঘাতে ১ নিহত ও ৩ জন আহত হয়। শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলার কপিলমুনির শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মৃতদেহের সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে একই এলাকার আবু বাক্কার শেখ একটি ছাগল দান করে। মসজিদের সভাপতি মমিন গাজী জানান, জুম্মার নামাজ শেষে দানের ছাগল প্রকাশ্যে ডাকে বিক্রয়ের করার সময় দুই পক্ষের মধ্য মারামারি বাধে। এ সময় ফজর আলী গাজী (৫৫), শাহিন গাজী (৩৫), বুলবুল আহম্মেদ (১৯), মোস্তফা গাজী (৪৫) আহত হয়। আহতদের এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় আহত ফজর আলী মৃত্যবরণ করে। মৃতের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় আহত মোস্তফা গাজী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ গাজী। পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, আহত ৪ জনের মধ্য ফজর আলী গাজী (৫৫) নামের এক জন মৃত বরন করে। বাকিরা চিকিৎসাধীন থাকলেও বুলবুল নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, মারামারিতে মৃতের ঘটনায় মৃতের ছেলে ইসরাইল গাজী বাদী হয়ে থানায় মামলা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button