খালিশপুরে কলেজ ছাত্র হাসিব হত্যাকারীরা বেপরোয়া
দু’ ব্যক্তিকে কুপিয়ে করেছে ক্ষত বিক্ষত
স্টাফ রিপোর্টারঃ হঠাৎ করেই নগরীর খালিশপুরে সন্ত্রাসীচক্র মাথা চড়া দিয়ে উঠেছে। গত দু’ দিনে তারা তিন ব্যক্তিকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে। সন্ত্রাসীরা এতই বেপরোয়া তারা আহতদের সহসাথীদের মোবাইল করে খুঁজছে। এতে করে ভীত সন্ত্রাস্ত এসব যুবকরা এলাকা ছাড়ছে। বিষয়টি উদ্বেগের বিষয় বলে মনে করেন নাগরিক নেতারা। সংশ্লিস্ট সূত্র মতে, গত ১৭ অক্টোবর রাত ১১টার দিকে খালিশপুর বায়তুস ছালাত জামে (মনির হাজীর) মসজিদের সামনে চিহ্নিত সন্ত্রাসীরা দু’ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে। আহতরা হলেন মোঃ জাবেদ (২৮) ও মোঃ মিরাজ(২১)। এদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিম মিরাজের স্ত্রী সুমী জানান, গত কয়েক দিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামী মুন্না ও আরিফসহ ৫/৭জন সন্ত্রাসী তাদের কাছে মোবাইলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা এ হামলা করে। হামলাকারীরা কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার আসামী বলে ভিকটিমের বাবা মোহাম্মদ আলী জানান। আগামী ২২ অক্টোবর হাসিব হত্যা মামলার রায় হবে। অথচ খুনিরা এখনও জেল খানার বাইরে ঘুরছে আর সাধারণ মানুষকে খুন জখম করছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান। অপর দিকে ১৮ অক্টোবর সন্ধ্যায় খালিশপুর ১১নং ওয়ার্ড ইদগাহ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে জসিম শিকদার (৩০) নামের এক যুবককে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভিকিটম পরিবার জানান। আহত জসিমকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসিমের সাথী চঞ্চলকে দুর্বৃত্তরা খুঁজছে। এতে করে আতংকগ্রস্ত চঞ্চল নিজ বাড়ি বক্কার বস্তি ছেড়েছে। খালিশপুর থানার ওসি বলেন, এসব ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তারপরও হামলাকারিদের তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।