স্থানীয় সংবাদ
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে বাংলাদেশ ন্যাজারিন মিশনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ থেকে র্যালি বের করে আশাশুনি বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীটি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আল মামুন, সদর ইউনিয়ন সিপিপির টিম লিডার খুরশিদ আলম, প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প অর্গানাইজার আবু বক্কার সিদ্দিক, হিসাবরক্ষক উত্তম কুমার দাস প্রমুখ।