দিঘলিয়ায় চার ইজিবাইক ড্রাইভারকে বেধড়ক মারপিট

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রহ্মগাতী গ্রামের, ৪ ইজিবাইক ড্রাইভারকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। গত শনিবার দিঘলিয়া নগরঘাট ফেরীঘাটে এ ঘটনা ঘটে। দিঘলিয়া থানা ও ভুক্তভোগী মহল সূত্রে জানা গেছে, গত শনিবার ব্রহ্মগাতী গ্রামের মৃত ওমর আলী মোড়লের পুত্র হাফিজুর মোড়ল (৪৮), ইবাদ আলী মড়ল (৪৫), মহিদুল মোড়ল (৩৮) ও কেরামত আলীর পুত্র ওয়াহিদুজ্জামান ইজিবাইক ড্রাইভার। তারা সবাই ইজিবাইক সহ ভৈরব নদী পার হওয়ার জন্য নগরঘাট ফেরীঘাটে ফেরীতে ওঠার জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিল। এ সময় একই উপজেলার দেয়াড়া গ্রামের মৃত হাসানের পুত্র কামরুল, আঃ গফ্ফারের পুত্র আরিফ ও শেখ আবু জাফরের পুত্র রাজিব ইজিবাইক সরানো নিয়ে বাক বিত-ায় লিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারপিট করে। কামরুল, আরিফ ও রাজিবগংদের হামলা ও মারধরে হাফিজুর মোড়ল, ইবাদ আলী মোড়ল, মহিদুল মোড়ল ও ওয়াহিদুজ্জামান গুরুতর আহত হয়। ইবাদ আলী মোড়ল ও হাফিজুর রহমান মোড়লের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আহত অবস্থায় উদ্বার করে লোকজন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের খোঁজ জানতে গিয়েছিল বলে ভুক্তভোগীরা এ প্রতিবেদককে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।