স্থানীয় সংবাদ

ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সেক্সে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার বেলা ১১টায় কমপ্লেক্স অডিটোরিয়ামে মহিলাদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃন্মময় পাল, ওসি মোহাম্মদ হানিফ, ডাঃ সাইফুর রহমান, ডাঃ মোঃ তানভীর হাসান, ডাঃ খাদিজা পারভীন, ডাঃ সীমন্তি সাহা, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, একাডেমিক সুপারভাইজার ফারজানা আক্তার, প্যানেল চেয়ারম্যান এস এম রাসেল প্রমুখ। সভায় উপজেলার ৫ হাজার ৯শ’ ৭৯ জন স্কুল মাদ্রাসা শিক্ষার্থীসহ মোট ৬ হাজার ৪শ’ ৬ জন ১০ থেকে ১৪ বছর বয়সী পর্যন্ত কিশোরীদের এইচপিভি টিকা দান কর্মসূচি সফল করার লক্ষ্যে শিক্ষক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে সমাজিক সচেতনতার সৃষ্টিতে ভুমিকা পালনের আহবান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button