স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি ১৪৬ : খুলনায় ভর্তি ৫১

# এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি ৪২০৬ জন : মৃত্যু ১৩

স্টাফ রিপোর্টার ঃ ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপাত বেড়েই চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত একদিনে খুলনা বিভাগে ( শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪৬ জন। এর মধ্যে বিভাগের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে খুলনায় ৫১ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ২০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। খুলনা বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) অধিদপ্তরের সূত্রে এসব তথ্য জানা গেছে। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের সূত্র মতে,
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪৬ জন। বিভাগে মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে খুলনায় ৫১ জন। যা এ বছরের সর্বোচ্চ। এছাড়া বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ২ জন, যশোরে ৭ জন, ঝিনাইদহে ১৮ জন, মাগুরায় ১১ জন, নড়াইলে ১৮ জন, কুষ্টিয়ায় ১৭ জন, মেহেরপুরে ৪ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে মোট ৪২০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে খুলনায় একজন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন, কুষ্টিয়ায় ১ জন এবং খুমেক হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৯৭ জন। বর্তমাসে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪১ জন। রেফার্ড করা হয়েছে ৫৫ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাষ রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৩ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭৭ জন রোগী ভর্তি হন। বর্তমানে ৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button