স্থানীয় সংবাদ

দৌলতপুর রেলিগেটে সিরিস গাছের ডাল পড়ে আহত ১

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর খুলনা যশোর মহাসড়কের পাশে রেলিগেট সড়ক ও জনপথ যান্ত্রিক শাখার অপরপ্রান্তে বৃহৎ আকারের একটি সিরিজ গাছ দীর্ঘদিন ধরে মরে গিয়েছে। গত শুক্রবার আব্দুর রহমান নামের একজন পথচারী আহত হয়েছে। গাছটির বড় বড় ডালপালা পথচারী ও নিচে অবস্থিত চায়ের দোকান সহ বিভিন্ন দোকানের উপরে মরা ডাল ভেঙে আছড়ে পড়ছে । রেলিগেটের কয়েকজন বাসিন্দা ও চায়ের দোকানদার মোঃ জাকির হোসেন, পিকআপ চালক ইউনিয়নের নেতা জামাল হোসেন বলেন, এই সিরিজ গাছটির মোটামোটা ডাল পথচারীদের উপরে ভেঙে পড়ে ইতিপূর্বে অনেকেই আহত হয়েছেন। এই গাছটি যদি সড়ক ও জনপথ বিভাগ কেটে নিয়ে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে মানুষ। এই গাছ থেকে সরকারের ও রাজস্ব আয় হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা’র সাথে কথা হলে তিনি দ্রুত সময়ের মধ্যে গাছটি অপসারণ করবেন বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button