স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

প্রবাহ ডেস্ক
“স্বাস্থ্য সুরক্ষা পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
পাইকগাছা
পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ডরপ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, ইলিয়াস হোসেন ও পিয়াস। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফুলতলা
“স্বাস্থ্য সুরক্ষা পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলতলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় র‌্যালি উত্তর এক আলোচনা সভা উপজেলার পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশলী মোসাঃ নাসরিন আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা। উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিলকিস জাহান জোয়ার্দ্দারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ।
দাকোপ
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুপূর্ণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ও বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এবং এ্যাড়রা বাংলাদেশ এর সহযোগীতায় সোমবার বেলা ১১টায় চালনা এন,সি ব্লু-বার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসতম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমান্ত পোদ্দার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শিউলী রানী গাইন, প্রধান শিক্ষক লতিকা বিশ^াস, সহকারী শিক্ষক পল্লব বিশ^াস, এ্যাড়রা বাংলাদেশ দাকোপ ম্যানেজার পল বাড়ৈ, ওয়ার্ল্ড ভিশনের মোসাঃ ফারহানা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সাংবাদিক বৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button