স্থানীয় সংবাদ

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : নবনিযুক্ত উপাচার্য

# খুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২১অক্টোবর (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এরপর নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান গাছের চারা রোপণ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য বলেন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। কারণ, একেকটি গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। শুধু গাছ লাগালেই চলবে না, এর যতœও নিতে হবে- যাতে গাছগুলো বেঁচে থাকে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য এই গাছপালা। এ গাছগুলো বড় হলে ক্যাম্পাসের নির্মল ও মনোরম পরিবেশ আরও দৃষ্টিনন্দন হবে। তিনি ক্যাম্পাসের নিচু জায়গাগুলো দ্রুত উঁচু করা এবং রোপিত গাছের চারার যতœ নেওয়ার জন্য এস্টেট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ গোলজার হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button