দাদু ভাইয়ের ৪র্থ মৃত্যূবার্ষিকী উপলক্ষে শিরোমনিতে দোয়া

স্টাফ রিপোর্টার ঃ দেশের দক্ষিণাঞ্চলের সকলের প্রিয় শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ,রাজনীতির প্রানপূরুষ,অবিভাবক, আস্থা, বিশ্বাষ ও বৈচিত্রময় রাজনীতিক, সফল জনপ্রতিনিধি, সমৃদ্ধ খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নূরুল ইসলাম দাদু ভাইয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেনের উদ্যোগে গতকাল বাদ আছর শিরোমণি বাজার মসজিদে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, মোঃ সাহেব আলী, মোঃ পলাশ, সিদ্দিকুর রহমান, মোঃ ফজলুর রহমান, আফজাল হোসেন, মোঃ শুকুর আলী, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ রবিউল ইসলাম সহ সকল মুসল্লী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন।