স্থানীয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে খুলনা মৎস অধিদপ্তরের ৫৫ অভিযান

১৯টি মোবাইলকোর্ট মামলা ১০টি

স্টাফ রিপোর্টার: গেল ১৩ই অক্টেম্বর থেকে মা ইলিশ প্রজনন ও সংরক্ষণে বন্ধ রয়েছে নদী, সাগরে সব ধরণের মাছ ধরা মৎস আহরণ। যা চলমান থাকবে আগামী ৩ নভেম্বর পযন্ত মোট ২২ দিন। এমনকি ইলিশ মাছ ক্রয় বিক্রয়, মজুদ, আহরণ, পরিবহণ বাজারজাতকরণ বিনিময়ে রয়েছে নিষেধাজ্ঞা। এরপরও কতিপয় জেলেরা অর্থের জন্য মা ইলিশ ধরতে মরিয়া। যার প্রেক্ষিতে খুলনা মৎস অধিদপ্তর কর্তৃক চালিয়ে নিয়মিত অবিযান।গেল আট দিনে খুলনা জেলা সহ মোট ৯টি উপজেলা ৫৫বার অভিযান পরিচালনা করেছে। যার প্রেক্ষিতে করা হয়েছে ১৯ টি মোবাইল কোর্ট দেয়া হয়েছে ১০ টি মামলা। পাশাপাশি ৭৫০ টাকা অর্থ দন্ডসহ ১৩৫টি মাছের আড়ৎ পরিদর্শন করা হয়েছে। এছাড়া মোট ৬৬ কেজি ইলিশ মাছ জব্দও দুই হাজার ৯শ ৫ মিটার মাছ ধরার কারেন্ট জাল উদ্ধার পূর্বক বিনষ্ট করা হয়েছে বলে জানিয়েছে খুলনা মৎস বিভাগ। এ দিকে নদীতে হরহামেশা ডিঙ্গি নিয়ে কতিপয় অসাধু জেলেরা মাছ ধরে যাচ্ছে। এছাড়া মৎস অদিদপ্তরের অভিযানের খবর আগের থেকে চলে আসে নদীতে মাছ ধরার জেলেদের কাছে। জানাযায়, মৎস অধিদপ্তরের অভিযান শুরু হচ্ছে এমন খবর ও তারা আগাম পেয়ে যায়। যে কারণে অভিযানে কোন সুফল পাচ্ছেনা মৎস অধিদপ্তর এমনটি জানিয়েছে মৎস অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া এসব মাছ ধরার পর গোপনে বিক্রি হয় বিভিন্ন ক্রেতাদের কাছে। যা আগের থেকে ঠিক করা থাকে জেলেদের। এমনকি হাক-ডাক ছেড়ে মৎস অধিদপ্তরে এসব অভিযানে নামলে সটকে পড়ছেন জেলেরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button