স্থানীয় সংবাদ

খুলনায় সাবেক ছাত্রলীগ নেতা ডা. সিয়ামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : খুলনার মেডিকেল ভর্তি কোচিং ডিএমসি স্কলারের প্রধান উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. হাদিউর রহমান সিয়ামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জাকির হোসেন বাবু নামের এক পোস্টার শ্রমিক বাদি হয়ে সোমবার খুলনা মহানগর হাকিম আল আমিনের আদালতে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী মনিরুল ইসলাম পান্না জানান, আদালত বাদির আবেদন আমলে নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও ডিএমসি স্কলারের পরিচালক ডা. মঈনুল মোল্লা, রাজু, মানিক, মুুকুল ও লিটন।
বাদি জাকির হোসেন বাবু মামলায় উল্লেখ করেন, তিনি বিভিন্ন কোচিং সেন্টারের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে জীবিকা নির্বাহ করেন। ডা. সিয়াম তাকে ডিএমসি স্কলার বাদে অন্য কোচিংয়ের পোস্টার লাগাতে নিষেধ করে। কিন্তু অন্য কোচিংয়ের পোস্টার না লাগানোয় সংসার চলছিল না। ২০২৩ সালের ১১ মে রাতে অন্য একটি কোচিংয়ের পোস্টার লাগানোর সময় ডা. সিয়ামের লোকজন তাকে তুলে নিয়ে বেদম মারপিট করে। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর ছাড়পত্র পেয়ে ১৯ মে তিনি লবণচরা থানায় মামলা করতে যান। পুলিশ ওই সময় মামলা নেয়নি।
আদালতে মামলার আরজির সঙ্গে তিনি থানায় করা মামলার এজাহারের রিসিভ কপি, হাসপাতালের নথি এবং ডা. সিয়ামের ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিভিন্ন প্রমাণপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button