নিরাপদ সড়ক চাই ২০২৪ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী
স্টাফ রিপোর্টার ঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ , ছাত্র জনতার অঙ্গীকার ,নিরাপদ সড়ক হোক সবার , দেশব্যাপী র্যালি ও সমাবেশের অংশ হিসাবে গতকাল সকাল সাড়ে ১০ টায় নিরাপদ সড়ক চাই খানজাহান আলী আলী থানা শাখার উদ্যোগে এবং গণসেবা সংস্থার সহযোগিতায় আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত। র্যালিটি শিরোমণি খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গনসেবা সংস্থার কার্যালয় এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর সভাপতি শেখ আব্দুস সালাম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম দাউদ। নিসচার সাংগঠনিক সম্পাদক মোল্লা লিমন হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন মীনা মুরাদ হোসেন, অ্যাডভোকেট আব্দুস সামাদ, এস এম ইলিয়াস হোসেন, খান জাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, ইমদাদ হোসেন, বাহারুল আল মিলন, সিদ্দিক হোসেন, শাহিন সরদার, মোহাম্মদ মহিবুল্লাহ, সাগর শেখ, রানা শেখ, হুমায়ুন খান, বাচ্চু শেখ, শেখ আসলাম হোসেন, রিফাত, চঞ্চল, শেখ মাসুম বিল্লাহ, সিয়াম, তানভীর, শাহেদ আহমেদ সহ সংগঠনের নেতাকর্মীরা।