স্থানীয় সংবাদ

গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবী খুলনা নাগরিক সমাজের

খবর বিজ্ঞপ্তি ঃ গল্লামারী ময়ূর নদের উপর নির্মিতব্য ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্নের দাবী জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনটির পক্ষ থেকে দাবী করা হয়, ব্রিজের কাজ স্থগিত থাকায় এবং নির্মাণ কাজের বিভিন্ন দ্রব্যাদি যত্রতত্র ফেলে রাখায় ও সড়কের বড় অংশ ব্যবহারের অনুপযোগী করে রাখায় ব্যাস্ততম এলাকাটিতে যেমন যান চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে, অন্যদিকে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ইতোপূর্বে একটি ব্রিজ থাকা সত্বেও সম্পূর্ণ অপরিকল্পিতভাবে আর একটি ব্রিজ নির্মাণ করে একটি গোষ্ঠী প্রকল্পের নামে অর্থ লুটপাট করলেও পুনরায় সেটি ভেঙ্গে নতুন করে আধুনিক নকশায় দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণের সিদ্ধান্তে খুলনাবাসী আনন্দিত। প্রায় ৬৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এ ব্রিজটির নির্মাণ কাজের মেয়াদ ২০২৫ সালের মে মাস পর্যন্ত। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্রিজের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। এতে করে কিছু কাজ সম্পন্ন হলেও এভাবে ফেলে রাখলে ও ধীরগতিতে কাজ সম্পন্ন করলে ব্রিজটি আয়ুষ্কাল হারিয়ে স্থায়িত্ব হারাবে। অন্যদিকে প্রকল্পের মেয়াদ বাড়লে খরচও বাড়বে। সেক্ষেত্রে পুনরায় অর্থ বরাদ্দ এবং অর্থ ছাড়ের ক্ষেত্রে দাপ্তরিক জটিলতার কারণে ব্রিজটির কাজ অনিশ্চয়তার দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সর্বোপরি ব্রিজের কাজ বন্ধ থাকায় খুলনা থেকে রাজধানী ঢাকাসহ প্রায় ১০টি জেলায় যাতায়াত করা বিভিন্ন মালবাহী যান, ওষুধসহ জরুরী সেবাদানকারী যান চলাচলসহ পুরো এলাকায় একটি দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার প্রভাব খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পড়ছে। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার অতি দ্রুত ব্রিজটির কাজ সম্পন্ন করার আহ্বান জানান। অন্যথায় নগরবাসীকে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button