স্থানীয় সংবাদ
নগরীর দৌলতপুরে ২০ লিটার চোলাই মদসহ আটক -১

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৩ অক্টোবর রাত্রে দৌলতপুর থানাধীন সরোয়ার খান চাউলের মার্কেট এলাকা থেকে মোঃ রুবেল হাওলাদার (৩৫) মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে। সে দৌলতপুর ইস্পাহানী গেটের বাসিন্দা আবু সাঈদ হাওলাদারের ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ডিবি এসআই রায়হান বাদী হয়ে দৌলতপুর থাানয় মামলা দায়ের করেন।