স্থানীয় সংবাদ

পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

# বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) শিরোমণিস্থ বাদামতলা খুলনা সার্কেল কার্যালয়ে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি এই কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানের মটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের টিআই আবু বক্কর ছিদ্দিক, খুলনা মেডিকেল কলেজের প্রভাষক অনিন্দ্য কুমার সাহা। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক বলেন, গাড়ী চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণের বিভিন্ন সুফল গুলো প্রতিফলিত হলে তবেই এই প্রশিক্ষণ কর্মশালা স্বার্থক হবে। তিনি সকলকে গাড়ী চালানোর পূর্বে গাড়ীটিকে সঠিক ভাবে পরীক্ষা-নিরিক্ষা করে রাস্তায় বের করার আহবান জানান। তিনি আরো বলেন ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাস্তার শৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ম মেনে নিজেকে, পথচারী এবং যাত্রী সাধারণের জীবনের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব চালকদের। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় দুই শতাধিক পেশাদার চালক অংশগ্রহন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button