স্থানীয় সংবাদ

বিপিএমপিএ খুলনা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

# আগামী দু’বছরের জন্য (২০২৪-২০২৬) নব-নির্বাচিত কমিটি গঠন #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার “বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক ইন্ডোর গেমস” এর শুভ উদ্বোধন শুক্রবার, বিকেল ৪টায় বিপিএমপিএ-এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় আগামী ২০২৪-২০২৬ দুই বছরের জন্য ২৭সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটির সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো: মোস্তফা কামাল, সহ-সভাপতি ডা. আর. কে. নাথ, ডা. মো: বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. গৌতম রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. এম. বি. জামান, দপ্তর সম্পাদক ডা. নাজদান লস্কর, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, গ্রš’না ও প্রকাশনা সম্পাদক ডা. মো: মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. কানিজ ফাহমিদা, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো: আব্দুস সবুর, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ হলেন ডা. সৈয়েদা জাহানারা বেগম, ডা. মোল্লা হারুন-অর-রশিদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. মো: নুরুল হক ফকির, ডা. মোরশেদ আহমেদ, ডা. প্রদীপ দেবনাথ, অধ্যাপক ডা. মাসুদ ইমতিয়াজ, ডা. আরিফা বেগম, ডা. মো: আশফাক আহমেদ ও ডা. মো: শহীদুল ইসলাম শামীম। উক্ত এজিএম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিএমপিএ, খুলনা শাখার নব-নির্বাচিত সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। আওয়ামী শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে- শেখ নাসির উদ্দিন ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) খুলনার বিকাল ৩ টায় আড়ংঘাটা বাজার কাউন্সিল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার উদ্যোগে গণ সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা আড়ংঘাটা থানার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল এর সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, গত আওয়ামী শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দুর্নীতি, দুঃশাসন ও লুটতরাজের মহড়া চলেছিলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে বিতারিত করেছে। কিন্তু দুর্নীতিবাজরা এখনো দেশের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তিনি অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানান বিগত দিনে যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে মানুষের জান মালের ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, বিদেশে পাচারকৃত সকল অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই সাথে দুর্নীতিবাজদের সকল অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। কারণ এই সম্পদ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের সম্পদ।
গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন বলেন, শিল্প নগরী খুলনার অসংখ্য মিল কলকারখানা দীর্ঘদিন যাবত বন্ধ অবস্থায় পড়ে আছে। যার কারণে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে দিশেহারা হয়ে গিয়েছে। নেতারা বন্ধকৃত সকল মিল কলকারখানা অবিলম্বে খোলার আহবান জানান এবং বিগত দিনে যারা এসকল মিল কলকারখানায় অবৈধ হস্তক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার আহবান জানান।
গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার মোঃ সরোয়ার হোসেন বন্দ, আড়ংঘাটা থানার সহ-সভাপতি আজিবার মোড়ল, মোহাম্মদ তৌফিক হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন আড়ংঘাটা থানা সভাপতি মোঃ আকরাম ব্যাপারী, মোঃ ইমরান শেখ, মোহাম্মদ কবির, যুব আন্দোলন আড়ংঘাটা থানার সভাপতি মোঃ সোলাইমান ইমন, কারী আবুল হাসান, মুফতি মিরাজ মাহমুদ, ছাত্র আন্দোলন থানা সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, মোঃ মোস্তফা প্রিন্স, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ মিরাজ, মোঃ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মুজাহিদ, মোঃ সজিব ফকির, মোঃ জয়নাল, মোঃ হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button