স্থানীয় সংবাদ

বেনাপোলে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীসহ আটক-৪

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামে শুক্রবার রাতে স্বামী হৃদয় হোসেন (২৭) কর্তৃক বালিশ চাপা দিয়ে গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ স্বামী ও শ্বশুরসহ ৪ জনকে আটক করেছে।
জানা যায়, বেনাপোল দিঘিরপাড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রিদয় হোসেন তার স্ত্রী কোহিনূর বেগমকে নিয়ে ঘর সংসার করে আসছিলো। শুক্রবার (২৫ অক্টোবর) তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এর জের ধরে স্বামী কর্তৃক রাত ১১ টার পর স্ত্রী কোহিনূর বেগমকে মুখে বালিশ চেপে হত্যা করে। খবর পেয়ে পোর্ট থানা পুলিশ সিরাজুল ইসলামের বাড়ি রিদয়ের শয়ন কক্ষ থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পোর্ট থানা পুলিশ দিঘিরপাড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে স্বামী রিদয় (২৭) শশুর সিরাজুল, শাশুড়ী সাহানারা (৫০) ননদ সাগরিকা (৩০) কে আটক করে। এ ঘটনায় নিহতের বোন মহিমা বেগম ৪ জন এজাহারভূক্ত আসামি ও ১/২ জনকে অজ্ঞাত করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button