স্থানীয় সংবাদ

বরিশাল সমিতির উদ্যোগে শের-ই-বাংলার জন্মবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী, কলকাতা পৌরসভার সাবেক প্রথম মুসলিম মেয়র, উপমহাদেশের বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, অসাধারণ মেধাবী সংগঠক মরহুম শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করেছে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা। এ উপলক্ষে ২৬ অক্টোবর বিকেলে খুলনা মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনায় সভা ও দোয়া মাহফিলে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। প্রধান আলোচক ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারী অ্যাড. জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং সাংবাদিক নেতা মোঃ রাশেদুল ইসলাম।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক রোটারিয়ান আলতাফ হোসেন। সূচনা বক্তৃতা করেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ফিরোজ আলম খান, ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বরিশাল ছাত্র সোসাইটির সভাপতি মোঃ নাঈম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফাহাদ এবং নেতা আয়মান আহাদ।
এসময়ে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. নুরুল হক ফকির, প্রকৌশলী কামাল উদ্দিন আহম্মেদ, ড. কাজী মোকলেছুর রহমান, পঙ্কজ মজুমদার, কাজী নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, মোঃ খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, এম এ সালাম, অ্যাড. শহিদুল ইসলাম, আশরাফ হোসেন, হুমায়ুন কবির খান, সালাম মোল্লা, নাজেম খলিফা, কবি রহিমা জালাল হাসি, অ্যাড. আব্দুল মজিদ, অধ্যক্ষ আঁখি আক্তার, সানজিদা আক্তার তনু, অধ্যাপক মাওঃ আজিজুর রহমান সিদ্দিকী, হুমায়ুন কবির বালি, আব্দুল খালেক বেপারী, তাছলিমা আক্তার লিমা, অ্যাড. মাসুম বিল্লাহ, আবুল কালাম কবির, আসমা আক্তার রিতা প্রমুখ। বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকটে শেরে বাংলার মতো মেধাবী ও অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনীচর্চা ও তাঁর কৌশলী সিদ্ধান্ত অনুসরণ করার উপরে গুরুত্ব আরোপ করেন। একই সাথে এই মহান নেতার জন্মদিনে বিভিন্ন রাজনৈতিক দল ও মিডিয়ার সীমাহীন নিরবতায় ক্ষোভ প্রকাশ করেন। সভা থেকে সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল জলিল খান কালামসহ অসুস্থ এবং প্রয়াত সদস্যদের জন্যও দোয়া করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button