খুলনা আর্ট স্কুলের শিশু চিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/post-fp.webp)
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আর্টের মাধ্যমে শিশুরা শিল্প ও সংস্কৃতিকে তুলে এনেছে। সৃষ্টিশীল কাজের মাধ্যমে শিশুরা বেড়ে উঠছে। শিশুর মনের যে ভাবগুলো থাকে তা ছবি আকাঁর মাধ্যমে প্রকাশ করে। ছবির একটি নিজস্ব ভাষা আছে। শিশুরা আমাদের ভাষায় যে কথা বলতে না পারে, সেটাই সে রঙ তুলিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ছবি ও সুস্থ সংস্কৃতি চর্চাকে আমরা সামনে এগিয়ে নেবো। ছেলেমেয়েরা কোথায় যায় কি করে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মনিরুজ্জামান মিঠু, আরআইডি-৬৪ এর ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ ও বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ। খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্ব অনুষ্ঠানে আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শিল্পী মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর আগে জেলা প্রশাসক আর্ট গ্যালারিতে শিশু চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।