নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাত আটক

আইএসপিআর ঃ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতের অভিযানে ১টি দেশীয় রিভালবার, ৫টি রাম-দা, ৩টি μীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম, ৩টি দা, ১টি চাবুক, ১টি চাইনিজ হেমার ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
জানা গেছে, সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেলকে আটক করা হয়। এসময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশী করে ১টি দেশীয় রিভালবার, ৫টি রাম-দা, ৩টি μীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম, ৩টি দা, ১টি চাবুক, ১টি চাইনিজ হেমার, ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃতদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।



