গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী
স্টাফ রিপোর্টারঃ গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল বিকালে আনন্দ র্যালী উদযাপিত হয়। র্যালীটি শহীদ শেখ আবু নাসের মোড় থেকে শুরু করে নিউ মার্কেট, শিববাড়ি হয়ে সোনাডাঙ্গা থানার সামনে গিয়ে শেষ হয়, র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন খুলনা গণ অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন, খুলনা জেলা গন অধিকার পরিষদের সভাপতি জি এম আজিজুল ইসলাম, যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নূর মোহাম্মদ, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি সাব্বির রহমান শুভ, খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজু, খুলনা মহানগর ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না, ও জেলা মহানগর থানা পর্যায়ের নেতৃবৃন্দ, পরে কেক কাটার মাধ্যমে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।