স্থানীয় সংবাদ

নগরীতে মাদকসহ চার মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চলছে। গত ২৬ অক্টোবর রাত্রে খুলনা সদর থানা পুলিশ নগরীর বাগমারা মিস্ত্রীপাড়া খালপাড় থেকে মোঃ শরিফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাকে ১শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। অপর ঘটনায় ২৫ অক্টোবর রাত্রে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ নগরীর নবীনগর এলাকা থেকে মোঃ তামিম শিকদার (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। অপর একটি অভিযানে ২৫ অক্টোবর রাত্রে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ নগরীর বাইশ তলা ভবনের সামনে থেকে রানা শিকদার ওরফে আপন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এদিকে ২৭ অক্টোবর দিবাগত রাত্রে লবণচরা থানা পুলিশ নগরীর ঠিকারাবন্দ পল্লী বিদ্যুৎ সমিতির বিপরীত পাশে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক থেকে মোঃ হাফিজুল গাজী (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ২০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button