যশোর পাঁচ বাড়িয়া গ্রামের এক বাড়িতে সশস্ত্র ডাকাতি
# নগদ টাকাসহ সাড়ে দশ লক্ষাধিক টাকা লুট #
যশোর ব্যুরো ঃ শুক্রবার ভোর রাতে যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াদুদের বাড়িতে সশস্ত্র ডাকাতি সংঘঠিত হয়েছে। মুখোশধারী সশস্ত্র ডাকাতেরা জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির মালিক ও তার ছেলে স্ত্রী ও পুত্রের জিম্মি করে নগদ ২লাখ ৮০ হাজার টাকা,৬ ভরি ৭ আনা স্বর্ণের অলংকারসহ ১০লাখ ৬৬ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় শনিবার ২৬ অক্টোবর বিকলে কোতয়ালি থানায় অজ্ঞাতনামা ৭/৮জন ডাকাত উল্লেখ করে মামলা হয়েছে। মামলাটি করেন,ওই গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ।
মামলায় তিনি উল্লেখ করেন,গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১ টায় রাতের খাওয়া দাওয়া শেষে তার দোতলা ছয় কক্ষ বিশিষ্ট ভবনের ঘরের দরজা জানালা বন্ধ এবং গেটে লোহার গ্রীলের দরজার তালা বন্ধ করে বাদি ও তার পরিবারের লোকজন যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। বাদি তার রুমে ছিটকানী না দিয়ে ঘুমিয়ে পড়ে। ২৫ অক্টোবর শুক্রবার ভোর রাত ৪ টার সময় অজ্ঞাতনামা ৭/৮জন সশস্ত্র মুখোশধারী ডাকাত ঘরের জানালার গ্রীল ভেঙ্গে বাদির রুমে প্রবেশকরে। বাদির গলায় ধারালো অস্ত্র ধরে রেখে তার চোখ এবং হাত বেঁধে ফেলে। বাদির বড় ছেলের রুমের সামনে নিয়ে দরজা খোলার জন্য বললে তার ছেলে দরজা খুলতে বলে। তখন বাদির ছেলের স্ত্রী তার রুমের দরজা খুলে দেওয়ার সাথে সাথে তাকে চুপ থাকার জন্য বলে। তৎক্ষনিক বাদির ছেলের চোখ বেঁধে ফেলে। বাদির ছেলের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি কোথায় আছে জানতে চাইলে সে বয়ে চাবির কথা বলে দেয়। তখন ডাকাতেরা আলমারির মধ্যে থাকা নগদ ২লাখ ৮০ হাজার টাকা, ৬ভরি ৭আনা স্বর্ণের অলংকার, ১২শ’ সৌদি রিয়াল, ৭০ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন, কাপড় চোপড় বিভিন্ন মালামালসহ ১০ হাজার টাকাসহ ১০ লাখ ৬৬ হাজার টাকার মালামাল নিয়ে মাত্র ২৫ মিনিট পর চলে যায়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা রেকর্ড হওয়ার পর থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন তদন্তর দায়িত্ব পেয়েছেন। তিনি ঘটনাস্থল পরির্দশন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাতের সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে কোন সফলতা দেখাতে পারেনি।