খুলনায় জলবায়ূ সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মশালা ২৮ অক্টোবর, (সোমবার) খুলনায় অনুষ্ঠিত হয়। মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস্ ফাউন্ডেশন, জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ের জার্মানওয়াচ বাস্তবায়ন করছে।
এ্যাডামস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা জলবায়ু সংক্রান্ত পরিবর্তনের প্রভাব এবং এর ক্ষয়ক্ষতি, ক্ষয়-ক্ষতির অর্থনৈতিকও অ-অর্থনৈতিক বিষয়াদি, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা, জলবায়ু সংক্রান্ত ক্ষয়ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পদেক্ষেপ সমূহ, এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন বিষয়ে বিষদ আলোচনা করেন। দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। সেশন উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আতিকুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরওয়ার জাহান। সভাপতিত্ব করেন এ্যাডামস ফাউন্ডেশন সংস্থার নির্বাহী পরিচালক এস, এম, আলী আসলাম। এছাড়াও সরকারী দপ্তরের কর্মকতাগণ, দেশী বিদেশী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়া এবং লবণাক্ততা কমিয়ে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর ক্ষয়-ক্ষতি এবং কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে নানা বিষয় উঠে আসে।