স্থানীয় সংবাদ
তেরখাদা উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক আলমগীর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আলমগীর হোসেনকে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার বিস্ফোরক আইনের মামলায় ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার ইখড়ি গ্রামের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশসহ থানা পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দিঘলিয়া থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যদি আইনে মামলার আসামি ছিলেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।