স্থানীয় সংবাদ
খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র ও যুব নেতা এবং খাজরা ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা সদর থানার এসআই দেলোয়ার হোসেন ও এএসআই আব্দুল জব্বার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাতক্ষীরা একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কর্তৃক হত্যা ঘটনার মামলা ৩(৮)২৪ এর সন্দিগ্ধ আসামী হিসাবে চালান করা হয়েছে।