স্থানীয় সংবাদ

খুলনা জেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের জেলা প্রশাসকের সাথে বিল ডাকাতিয়ার পানিবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা নেতৃবৃন্দ গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সাথে তার অফিস কক্ষে বিল ডাকাতিয়ার পানিবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে এক মতবিনিময় করেন। এ সময় খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আজম হাদী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ আবু ইউসুফ মোল্যা, ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা প্রমুখ। নেতৃবৃন্দ পানিবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট পানি নিস্কাশনের জন্য দ্রত ব্যবস্থ্যা গ্রহন , ক্ষুদ্র ঋণ ও কৃষি ঋণ মওকুপ করা, সেচ পাম্পের বিদুৎ বিল ফ্রি করা , ডুমুরিয়া ফুলতলা সকল সুইচ গেট খুলে দিতে হইবে, খাল নদীর সকল অবৈধ দখল মুক্ত করা, পাটা,নেট ও কচুরিপানা অপসরনের ব্যবস্থ্যা করা, বিল ডাকাতিয়া পানি নিস্কাশনের নিমিত্তে আফিলগেট সংলগ্ন এলাকায় খাল তৈরি করা এবং নতুন পাকা ক্যানেল করে উচ্চ শক্তি সম্পন্ন সেচ পাম্পের ব্যবস্থা করা , অতি শুকনা মৌসুমে সুইচ গেটের ২ পাশে পানি অপসারনের ব্যবস্থ্যা গ্রহন , হামকুড়া ভদ্রা , সালতা, বুড়ি ভদ্রা , হরি , শোলমারী, নদী খনন করে নাব্যতা বৃদ্ধিও প্রয়োজনীয় ব্যবস্থ্যা করা, সকল জলাবদ্ধ বিল সমুহে বিনা মুল্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক পাম্পের ব্যবস্থা করা সহ খুলনা ,সাতক্ষীরা, ফুলতলা ,ডুমুরিয়া, দৌলতপুর ,চুকনগর হয়ে শাহপুর , খুলনা – কয়রা রাস্তা সংস্কার এর দাবি জানান ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button