খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় ফুলবাড়ীগেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরন করা হয়। খুলনা মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মোল্লা সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর। বক্তৃতা করেন বিএনপি নেতা রব মুন্সি, খয়বার হোসেন, আরিফুল ইসলাম, বনি, শেখ শরিফুল মেম্বার, বিপুনী, যুবদল নেতা এনামুল, ফয়সাল কবির বাবু, কামরুল ইসলাম এরশাদ, মোঃ রাজ, ছোলায়মান (ছোট), শেখ পলাশ, শেখ শহিদুর রহমান, রবিউল ইসলাম, মনিরুল, ছাত্রদল নেতা আকাশ, ইয়ামিন প্রমুখ।