স্থানীয় সংবাদ

নগরীর ১৮ নং ওয়ার্ডে যুবককে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে মোঃ আমিনুল ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে জখম করা হয়েছে। তিনি হরিণটানা থানার আরাফাত আবাসিক প্রকল্পের মোঃ আব্দুল মোতালেব এর পুত্র। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮ টায় নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বউ বাজারের অভ্যন্তরে মাছ বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন আরাফাত আবাসিক প্রকল্পের আব্দুল বাশার শেখের পুত্র আবু সাঈদ (৪০), আসাদ শেখ (৫০) ও মোঃ শেখ মুনসুর আলী (৩৭), আলীর ক্লাব মোড়ের আজমল শেখ (৫০), মিলন গাজী (৪০), আসাদ শেখের পুত্র সাব্বির (২০), শাহিন শেখ (২৫), ইয়াসিন (২০) ও আবু সাঈদ শেখের পুত্র আকাশ শেখ (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম একজন জামাতপন্থী ব্যাক্তি ও অভিযুক্তরা আওয়ামী লীগ পন্থী হওয়ায় দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন সকালে আমিনুল ব্যবসায়ীক কাজে তার মাছের দোকানে গেলে অভিযুক্তরা সেখানেই ক্রেতাদের সামনে আচমকা তাকে গালিগালাজ করতে শুরু করে। আমিনুল আসাদ শেখকে গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে আমিনুলকে মারতে শুরু করে। এ সময় আমিনুলের চিৎকারে অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ততক্ষনে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button