স্থানীয় সংবাদ

মনিরামপুরে ঘরজামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ীর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মনিরামপুরে তুচ্ছ ঘটনায় জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ী আনোয়ারা খাতুন (৫৫)-এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আনোয়ারা খাতুন উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ঘিবা গ্রামের বজলুর রহমানের স্ত্রী। রবিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। জানা যায়, আনোয়ারা খাতুন ও বজলুর রহমান দম্পতির একমাত্র সন্তান রেক্সোনা খাতুনকে বিয়ে করে ঘর জামাই থাকেন আবুল বাশার (৪২)। গত ১৯ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে জামাই আবুল বাশার বাঁশের লাঠি দিয়ে শাশুড়ী আনোয়ারা খাতুনের মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এসময় স্বজনরা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু ঘটে। পরে স্থানীয় লোকজন বিষয়টিকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। নিহতের ছোট বোন আঞ্জুয়ারা বেগম ও নাতি ছেলে শফিকুল ইসলামসহ স্থানীয় অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত আনোয়ারা খাতুনের নাতি পঞ্চম শ্রেণি পড়–য়া শফিকুল ইসলাম বলেন, সেদিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার পিতা নানির মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) পলাশ কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button